ট্রাম্পের কাছে প্রবীণরা মূল্যহীন : বাইডেন

ট্রাম্পের কাছে প্রবীণরা মূল্যহীন : বাইডেন

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রবীণ ভোটাররা যে তার কাছে ‘মূল্যহীন’, ভাইরাসের ভয়াবহতার বিষয়ে গুরুত্ব না দিয়েই প্রেসিডেন্ট তা বুঝিয়ে দিয়েছেন।

মঙ্গলবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে পেমব্রোক পাইনস শহরের একটি প্রবীণ সেবা কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেছেন। বাইডেন বলেন, ‘ট্রাম্পের কাছে আপনারা অপ্রয়োজনীয়, আপনারা বিস্মরণযোগ্য, আপনারা কার্যত কেউই না। এভাবেই তিনি প্রবীণদের দেখেন, আপনাদের দেখেন’।

‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হিসেবে খ্যাত ফ্লোরিডায় ২০১৬ সালে ট্রাম্প সামান্য ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন। তার জয়ের পেছনে প্রবীণ ভোটারদের বড় ভূমিকা ছিল; যদিও এবার ৬৫-ঊর্ধ্ব ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমেছে বলে বেশ কিছু জনমত জরিপে ইঙ্গিত মিলেছে। বিবিসি