উইকেট কিপার হিসেবে রেকর্ড গড়লেন কামরান আকমল

উইকেট কিপার হিসেবে রেকর্ড গড়লেন কামরান আকমল

কামরান আকমল। ফাইল ছবি।

কামরান আকমল এবং মহেন্দ্র সিং ধোনি। দু’‌জনের বিশ্ব ক্রিকেটের চেনা ক্রিকেটার। কিন্তু দু’‌জনের পারফরম্যান্স বিচার করলে দেখা যাবে পার্থক্যটা অনেক। সেটা উইকেট কিপিং হোক কিংবা ব্যাটিং। এবার সেই কামরান আকমলই গড়লেন এমন একটি রেকর্ড, যা শুধু ধোনির কেন বিশ্ব ক্রিকেটে আর কোনও উইকেট কিপারের নেই। এমনকি গিলক্রিষ্ট, বাউচার বা সাঙ্গাকারার মতো কিপারদেরও এই রেকর্ড নেই। শুনতে আশ্চার্য লাগলেও এটাই বাস্তব।

আসলে পাক ক্রিকেটার আকমল প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ টি স্ট্যাম্পিংয়ের নজির গড়েছেন। যা বিশ্ব ক্রিকেটে আরও কোনও উইকেটরক্ষক করে দেখাতে পারেননি। পাকিস্তানের জাতীয় টি–টোয়েন্টি টুর্নামেন্টে সাউদার্ন পাঞ্জাব এবং সেন্ট্রাল পাঞ্জাবের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সাউদার্নের পাঞ্জাবের অধিনায়ক সান মাসুদকে স্ট্যাম্প করার পরই এই রেকর্ডের মালিক হন আকমল। এরপর পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে টুইট করেও একথা জানানো হয়।