ভিয়েতনামে ব্যারাকে ভূমিধস, ২২ সেনা নিখোঁজ

ভিয়েতনামে ব্যারাকে ভূমিধস, ২২ সেনা নিখোঁজ

ভিয়েতনামের কুয়াং ট্রি প্রদেশে সেনাবাহিনীর ব্যারাকে ভূমিধস

ভিয়েতনামের কুয়াং ট্রি প্রদেশে সেনাবাহিনীর ব্যারাকে ভূমিধসের ঘটনা ঘটেছে। আজ রবিবারের এ ঘটনায় অন্তত ২২ জন সেনা নিখোঁজ রয়েছেন। ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অক্টোবরের শুরুর দিকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস শুরু হয়েছে দেশটিতে। এর ফলে দেশটির মধ্যাঞ্চলে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

আজ রবিবার স্থানীয় সময় ভোরে সেখানকার একটি সেনা ব্যারাকে ভূমিধস হলে নিখোঁজের ঘটনা ঘটে। বছরজুড়েই ভয়াবহ বন্যার কবলে পড়ে লড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের চতুর্থ সেনা এলাকার একটি ব্যারাকে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। থুয়া থিয়েন হুয়ে প্রদেশে ভূমিধসের ঘটনায় গতকাল ১৩ জন নিহত হয়েছে। তাদের অনেকেই সেনা সদস্য।

ভিয়েতনামের উপ-প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং জানান, আমরা আরেকটি নির্ঘুম রাত কাটিয়েছি।

এদিকে কুয়াং নদীর পানি ২০ বছরের মধ্যে বিপদসীমার সবচেয়ে উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি বছরের অক্টোবরের শুরু থেকেই ভিয়েতনামে তীব্র বৃষ্টি, বন্যা ও ভূমিধস শুরু হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আরো তিনদিন সে দেশের মধ্যাঞ্চলে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সূত্র : আল-জাজিরা,