জেলায় জেলায় হতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

জেলায় জেলায় হতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ফাইল ছবি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সারা দেশে জেলায় জেলায় পরীক্ষা নেওয়া হতে পারে বলে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বুধবার (২১ অক্টোবর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সব বিশ্ববিদ্যালয়কে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের গত কয়েক বছর ধরে প্রচেষ্টা ছিল সমন্বিত পরীক্ষা।

এরই মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ গত ১৭ অক্টোবর জানিয়েছে, তারা চলতি বছর ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাবে। তবে কোন পদ্ধতিতে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবছর বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। ২০০ নম্বরের পরীক্ষার পরিবর্তে ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য থাকছে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।