মানব শরীরে নতুন অঙ্গের খোঁজ পেল ডাচ্ বিজ্ঞানীরা

মানব শরীরে নতুন অঙ্গের খোঁজ পেল ডাচ্ বিজ্ঞানীরা

মানব দহে নতুন অঙ্গ টিউবারিয়াল লালা গ্রন্থি।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিয়ে গবেষণা চলাকালীন মানব দেহে টিউবারিয়াল লালাগ্রন্থি নামে একটি ছোটো অঙ্গের সন্ধান পেলেন ডাচ্ বিজ্ঞানীরা।

জানা গেছে, প্রায় দেড় ইঞ্চি লম্বা টিউবারিয়াল লালা গ্রন্থিটি নাকের পিছনে অবস্থিত। এবং এই গ্রন্থি অঞ্চলটি ভালোভাবে লুব্রিকেটেড রাখতে সহায়তা করে। 

নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা তথা ক্যান্সার বিশেষজ্ঞরা মানুষের গলার এই নতুন অঙ্গের আবিষ্কার করেছেন।

এই বিষয়ে নেদারল্যান্ডসের ‘অঙ্কোলজি’ নামক স্বাস্থ্য সংক্রান্ত জার্নালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যে, মানব দেহের প্রোস্টেট ক্যানসার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় হঠাৎ করেই গলার উপরের অংশে থাকা গ্রন্থিগুলির মধ্যে একটি নতুন অঙ্গে আবিষ্কার করেন।

গবেষকরা আরও জানিয়েছেন যে, তাঁরা বিশ্বাস করেন, টিউবারিয়াল লালা গ্রন্থিগুলি’ ডাব করে এই অঙ্গটি নাকের পিছনের একটি অঞ্চলকে ভালো ভাবে লুব্রিকেটেড রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, ক্যান্সার আক্রান্ত কোনও রোগীর শরীর থেকে এই গ্রন্থিটি বাদ দিলে রেডিয়েশনের চিকিৎসায় প্রচুর সাফল্য মিলবে। এমনকি রোগীর জীবনযাত্রার মানও উন্নত হবে।