আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৯ জন নিহত

আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৯ জন নিহত

ফাইল ছবি। ছবি-আল-জাজিরা।

আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন পুলিশ সদস্য। শনিবার (২৪ অক্টোবর) সকালে দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে বলে গজনীর গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা জানিয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী শহর কাবুল থেকে বাসটি গজন শহরে যাচ্ছিল। যাত্রাপথে বাসটিতে বোমা নিক্ষেপ করা হয়। এতে তিন নারীসহ ৯ জন নিহত হন। 

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তালেবানদের দায়ী করা হচ্ছে। কিন্তু বোমা হামলা নিয়ে তালেবানরা কোনো মন্তব্য করেনি।

গজনীর গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে তিন নারীসহ ৯ জন মারা গেছেন। একই সাথে এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তালেবানদের পক্ষ থেকে এ হামলা করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানে এমন হামলার ঘটনা দিন দিন বেড়েই চলছে। শুক্রবার (২৩ অক্টোবর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত এক সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন স্থানে হমলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।