দুটি পণ্যবহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুটি পণ্যবহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর  দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কোটচাঁদপুর সরদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাফদালপুর স্টেশনের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। যার ফলে ট্রেনদুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুটির তিনটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইচ্যুত হওয়ার ফলে প্রচুর ডিজেল  তেল পড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরইমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।