হাইকোর্টের তিন বিচারপতিকে অসদাচরণের অভিযোগে সাময়িক অব্যাহতি

হাইকোর্টের তিন বিচারপতিকে অসদাচরণের অভিযোগে সাময়িক অব্যাহতি

বাংলাদেশে হাইকোর্ট

বাংলাদেশে হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠায় তাদেরকে বিচার কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়ে বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

এই তিনজন বিচারপতি হলেন, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ কে এম জহুরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী

সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তা বলেছেন, এখন এই তিনজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত হচ্ছে।

এই তদন্তের জন্যই তাদেরকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, এটি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বিষয়। ফলে তিনি এখন এনিয়ে কোন মন্তব্য করতে চান না।