আলজেরিযার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আলজেরিযার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আলজেরিযার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলজেরিযার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউন। জার্মানের একটি বিশেষায়িত হাসপাতালে গত সপ্তাহ থেকে তিনি চিকিৎসাধীন আছেন।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) আলজেরিয়া প্রেসিডেন্সি বিভাগের সূত্রে এ খবর নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আলজেরিয়ার প্রেসিডেন্সি বিভাগ বলা হয়, ‘কোভিড-১৯ সনাক্ত হন। তিনি জার্মানের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলেন, প্রেসিডেন্টের চিকিৎসা চলছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য রাজধানী আলজেয়ার্স থেকে জার্মানের একটি হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি নিজ ঘরে আইসোলেশনে ছিলেন।

আলজেরিয়ায় ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয় ৫৮ হাজার ৯৭৯জন এবং মারা যায় প্রায় দুই হাজার।

সূত্র : আল জাজিরা