করোনায় আক্রান্ত কোচ জেমি ডে

করোনায় আক্রান্ত কোচ জেমি ডে

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। শনিবার (১৪ নভেম্বর) করোনা পরীক্ষা শেষে পজিটিভ আসে তার। তবে ৪১ বছর বয়সী এই কোচের শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে জাতীয় ফুটবল দলেল প্রধান কোচ করোনায় আক্রান্ত হওয়ায় রোববার (১৫ নভেম্বর) সকালের অনুশীলন পিছিয়ে বিকেলে নেয়া হয়েছে। তবে জেমি ডে জানিয়েছেন, তার ঠাণ্ডাজনিত সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই। রোববার (১৫ নভেম্বর) আবারো নমুনা টেস্ট করা হয়েছে। যার রেজাল্ট এখনো পননি তিনি।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারো ওর করোনা পরীক্ষা করবো।'

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পরই দুঃসংবাদ এলো বাংলাদেশ দলের জন্য। 

আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সে ম্যাচে জেমি ডে'র বদলে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।