চলতি মাসে ৪২তম বিসিএসের (চিকিৎসক) বিজ্ঞপ্তি

চলতি মাসে ৪২তম বিসিএসের (চিকিৎসক) বিজ্ঞপ্তি

ফাইল ছবি।

বিশেষ বিসিএসসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিধিমালা সংশোধন করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) সরকারি প্রেসের (বিজি) ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনের কপি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসসের মাধ্যমে এসব চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে পিএসসি। আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। আসন্ন এই বিসিএসেও ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়ার কথা সংশোধিত বিধিমালায় উল্লেখ রয়েছে।

এদিকে পিএসসি সূত্র বলছে, বিধিমালা সংশোধন করতে জনপ্রশাসনে চিঠি দেয়া হয়েছিল। এখন যেহেতু এটি হয়ে গেছে, তাই এটি নিয়ে আগামী সপ্তাহে কমিশন বিশেষ সভায় বসবে। এরপরই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

পিএসসি জানায়, করোনায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ৩৯তম বিসিএসের নন-ক্যাডার থেকে দুই হাজার চিকিৎসক নেয়া হয়। তাঁরা ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন ৩৯তম বিশেষ বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন হিসেবে তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। তাছাড়া করোনায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে।