সুযোগ পেলে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে আসবে :ফারুক

সুযোগ পেলে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে আসবে :ফারুক

ছবি সংগৃহিত।

সরকারের পায়ের তলায় মাটি নেই দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, আপনাদের সময় খুব কম।  দয়া করে বেগম খালেদা জিয়ার কোন অঘটন ঘটার আগেই তাঁর মুক্তির ব্যবস্থা করুন, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না।’


মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাবেক এই বিরোধীদলীয় চিফহুইফ বলেন, ‘আমি হতাশ নই। কোন রাজনৈতিক কর্মীর হতাশ হওয়ার কোনও কারণ নেই। বিএনপি হতাশ দল নয়, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। তাই আমি এই সরকারকে বলতে চাই আপনারা ব্যাংক খেয়েছেন শেয়ারবাজার খেয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছেন, আপনারা ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে করেছেন। কিন্তু একবার সুযোগ পেলে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে আসবে, তখন কিন্তু পালাবারও পথ পাবেন না।’


আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা পলাশ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও সংগঠনের নেতা মো. জিয়াউল হক আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।