ইউটিউবারের বিরুদ্ধে মানহানির মামলা করল অক্ষয়

ইউটিউবারের বিরুদ্ধে মানহানির মামলা করল অক্ষয়

ফাইল ছবি।

মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। অভিযুক্তের নাম রাশিদ সিদ্দিকি। 

জানা গেছে, রাশিদ নিজের চ্যানেলের একটি ভিডিওতে নাকি দাবি করেছেন, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছেন অক্ষয়। এ নিয়ে নাকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরে এবং তাঁর ছেলে আদিত্য ঠাকুরের সঙ্গে গোপনে তাঁর কথাও হয়েছে।

জানা যায়, তাঁর নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোয় অনেকটা ক্ষেপেছেন বলিউডের এ তারকা। মানহানির অভিযোগে রাশিদ সিদ্দিকিকে নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী। ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা দাবি করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাড়ে চার মাস পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন অক্ষয়। টুইটারে একটি ভিডিও বার্তায় ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ভুয়া খবর না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন তিনি। পাশাপাশি মাদক যোগে গোটা বলিউডকে কাঠগড়ায় না দাঁড় করানোর অনুরোধ করেছিলেন।