হোয়াটস অ্যাপ আনতে চলেছে রিড লেটার-এর সুবিধা

হোয়াটস অ্যাপ আনতে চলেছে রিড লেটার-এর সুবিধা

ফাইল ছবি।

সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ। বর্তমানে সাধারণ মানুষের পাশপাশি একাধিক সংস্থাতেও ব্যবহার করা হয়ে থাকে এই প্ল্যাটফর্ম। তবে এবারে জানা গেছে এক নতুন তথ্য। গ্রাহকদের জন্য এবারে হোয়াটস অ্যাপ আনতে চলেছে নতুন রিড লেটার ফিচার। এর ফলে সুবিধা পাবে সাধারণ মানুষ। জানানো হয়েছে আর্কাইভ এর পরিবর্তে আনা হবে এই ফিচার।

ইতিমধ্যে তারা নিয়ে এসেছে একের পর এক আপডেট। যা সুবিধা দিয়েছে সকলকে। তবে মনে করা হচ্ছে এই ফিচার আনার ফলে মনে করা হচ্ছে আরও বেশি সুবিধা হবে সাধারণ মানুষের। কিছুদিন আগেই জানা গিয়েছিল তারা আনতে চলেছে এই নতুন ফিচার। আরও জানা গেছে এই ফিচার নিয়ে তাদের পক্ষ থেকে পরীক্ষা করাও হচ্ছে।
 
এর ফলে মনে করা হচ্ছে আরও ভালো ভাবে চ্যাটগুলি নিয়ন্ত্রন করতে পারবে ইউজারেরা। ইতিমধ্যে এটি ২.২০.১৩০.১৬ এর বিটা ভার্সনে পাওয়া গেছে এই আপডেট। অন্যদিকে আএসও এই ফিচার আনা হবেও বলে জানা গেছে সংস্থার পক্ষ থেকে।