পাবনার ফরিদপুরে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত

পাবনার ফরিদপুরে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত

ছবি: প্রতীকী

পাবনার ফরিদপুরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে শনিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চাচাত দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন-বায়রাপাড়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন ফকিরের ছেলে আনোয়ার হোসেন খোকন (৪৭)। 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়রা গ্রামের আনোয়ার হোসেন খোকন এর সাথে চাচাত ভাই আলাল ফকিরের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলছে অনেকদিন ধরে। এরই জের ধরে শনিবার(১৯ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, রড, হাতুড়ি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে আনোয়ার হোসেন খোকন মারা যান। অন্য আহতদের মধ্যে আলাল ফকির (৩৫) কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবদুল আলিম (৪৬), টোকান হোসেন(৩০) এবং আলম হোসেন(৩২) কে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। রোববার সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।