পর্ন নষ্ট করায় বাবা-মা’র বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে ছেলে

পর্ন নষ্ট করায় বাবা-মা’র বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে ছেলে

প্রতীকী ছবি

ছিল বিস্তৃত পর্ন ছবির ভাণ্ডার। কিন্তু মা-বাবার তা পছন্দ ছিল না। তাই ছেলের পর্ন সংগ্রহ নষ্ট করে দিয়েছিলেন তাঁরা। সেই নিয়েই আদালতে চলে গেল ছেলে। ৪২ বছরের ডেভিডের মামলায় আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছে। জানিয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে মা-বাবাকে।

২০১৮ সালে এই মামলা করেছিলেন ডেভিড। মোট ১৬০৫টি ডিভিডি ছিল ডেভিডের। ছিল সেক্স টয় থেকে শুরু করে ভিএইচপি টেপ। সবই নষ্ট করে দিয়েছিলেন অভিভাবকরা। আদালতে করা অভিযোগে ডেভিড জানিয়েছেন, তাঁর কাছে যা ছিল, বাজারে তার মূল্য হবে ২৫ হাজার ডলার। সেই কারণে তাঁর তিনগুণ ক্ষতিপূরণ প্রাপ্য।

আসলে ওইসব জিনিসের দাম ছিল ২৫,০০০ ডলার। কিন্তু আদালতে ডেভিডের আইনজীবী সওয়াল করেন, যেসব জিনিস ডেভিডের বাবা-মা নষ্ট করে দিয়েছে  তার ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়। তাই তাঁদের ওইসব নষ্ট করে দেওয়ার সম্পত্তির মূল্যের ৩ গুন টাকা ফেরত দিতে হবে।

ডেভিডের বাবা-মা জানিয়েছেন, ছেলের ওইসব 'সম্পত্তি' নষ্ট করে দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু  তা মানতে নারাজ ছেলে।