করোনা : ভুটানে ফের লকডাউন

করোনা : ভুটানে ফের লকডাউন

ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাতদিনের জন্য ফের লকডাউন দিয়েছে ভুটান। বুধবার থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ করে দিতে বলা হয়েছে সব স্কুল-কলেজ, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান।

ভুটান থেকে কাউকে বিদেশে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। আবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে ভ্রমণার্থীদের আসাও বন্ধ করা হয়েছে। শুধু অত্যবশ্যকীয় পণ্য পরিসেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সেখানে নতুন করে একজন নারী করোনায় আক্রান্ত হন।  এরপরই দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই বুধবার থেকেই সাতদিনের লকডাউন জারি করে ভুটান।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থায় নিষেধাজ্ঞা আনা হয়েছে। করোনা মূলত ছড়াচ্ছে লামোইজিংখা, পারো, থিম্পুতে। তৈরি করা হয়েছে নো এন্ট্রি জোন।