ইবিতে ‘ইংরেজি শিক্ষাদানে সমস্যা ও প্রতিবন্ধকতা’ বিষয়ক সেমিনার

ইবিতে ‘ইংরেজি শিক্ষাদানে সমস্যা ও প্রতিবন্ধকতা’ বিষয়ক সেমিনার

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক মুনিবুর রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষাদানে সমস্যা ও প্রতিবন্ধকতা' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় ইংরেজি বিভাগের আয়োজনে বিভাগের সভা কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মুনিবুর রহমান। বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ। 

এ ছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসাইন, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আছাদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ওবাইদুল হক, রিপনুজ্জামান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

গবেষণা প্রবন্ধে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষাদানে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। এসব সমস্য সমাধানে শিক্ষার উপকরণ, শিক্ষাদানের পদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন এবং শিক্ষকদের দক্ষতা ও প্রশিক্ষণ কেমন হওয়া উচিত তা আলোচনা করা হয়েছে।