সপ্তম ‘পিচ্চি’ জয়ের পর পেলের রেকর্ডও ভেঙে দিলেন মেসি

সপ্তম ‘পিচ্চি’ জয়ের পর পেলের রেকর্ডও ভেঙে দিলেন মেসি

ফাইল ছবি

রোনাল্ডো লা লিগা থেকে বিদায় নিয়েছেন। সুয়ারেজের চলছে ক্রান্তিকাল। গ্রিজম্যান, হ্যাজার্ডরাও ফর্মে নেই। মেসিকে চ্যালেঞ্জ করার তেমন কেউ নেই। স্পেনে তাই কার্যত ফাঁকা মাঠে গোল দিচ্ছেন মেসি। সোমবারই তিনি কেরিয়ারে সপ্তম ‘পিচ্চি’ পুরস্কার হাতে পেয়েছেন। যা কিনা লা লিগার ইতিহাসে সর্বোচ্চ। গত মৌসুেমে ৩৩ ম্যাচে ২৫ গোল করেছিলেন মেসি। সেই সুবাদেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করলেন বার্সেলোনার অধিনায়ক। ‘পিচ্চি’ জয়ের একদিন পরই আবার ফুটবল সম্রাট পেলেকে টপকে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন মেসি। দু’দিনের ব্যবধানে জোড়া রেকর্ড ভেঙে স্বভাবতই আপ্লুত বার্সার রাজপুত্র। নিজের এবং বার্সা সমর্থকদের জন্য সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিয়েছেন লিও।

শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে নিজের বার্সেলোনা কেরিয়ারের ৬৪৩ তম গোলটি করেন মেসি। এই একই সংখ্যক গোল ফুটবল সম্রাট পেলে করেছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টসের হয়ে। যা কিনা এতদিন পর্যন্ত এক ক্লাবের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে নথিভুক্ত ছিল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভালদালিদের বিরুদ্ধে গোল করে পেলের সেই রেকর্ড টপকে গেলেন মেসি। বার্সার জার্সিতে এখন তাঁর গোলসংখ্যা ৬৪৪। এক ক্লাবের হয়ে কোনও ফুটবলারের করা গোলসংখ্যার নিরিখে এটিই এই মুহূর্তে সর্বোচ্চ।