সুপার শপে ইচ্ছেমত কেনাকটা করল ৬০ পথশিশু

সুপার শপে ইচ্ছেমত কেনাকটা করল ৬০ পথশিশু

‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে’ নামে এমন মানবিক উদ্যোগ নেয়া হয় সিএমপি পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রাম নগরীরতে ৬০  পথশিশুকে ইচ্ছেমত সুপার শপে কেনাকাটার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। ‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে’ নামে এমন মানবিক উদ্যোগ নেয়া হয় সিএমপি পুলিশের পক্ষ থেকে।

বুধবার (২৩ ডিসেম্বর) নগরীর গোলপাহাড় মোড়স্থ ‘স্বপ্ন’ সুপারশপে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, আমরা অবহেলিত শিশুর সঙ্গে আছি। আমাদের একমাত্র উদ্দেশ্য তারা যেন সমাজ থেকে বিচ্যুত না হয়। তারা যেন দারিদ্র্যের কষাঘাতের কারণে অপরাধে জড়িয়ে না পড়ে।

এ সময় প্রবর্তক সংঘ থেকে আসা শিশুরা জানায়, জীবনে কখনও মার্কেটে ঢোকার সৌভাগ্য হয়নি। দূর থেকে সুপারশপগুলো দেখতাম। আজকে পুলিশ আমাদের এখানে নিয়ে এসেছে। সেই কারণে পছন্দ অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে খুব খুশি।