ইথিওপিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত শতাধিক

ইথিওপিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত শতাধিক

ছবি: সংগৃহীত।

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীর গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, জাতিগত সহিংসতার হাত থেকে বাঁচতে ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু মানুষ। বুলেন কাউন্টির বেকোজি গ্রামে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

রাষ্ট্র পরিচালিত মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি জাতির মানুষের বসবাস। 

আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠীর দেশটিতে প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। বিশেষ করে ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবি আহমেদ নিয়োগ পাওয়ার পর এ ধরনের সহিংসতার খবর বহুবার পাওয়া গেছে।

এদিকে দেশটির উত্তরাঞ্চলে গত ছয় সপ্তাহ ধরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ লেগে আছে দেশটির সেনাবাহিনীর। এ ঘটনায় সাড়ে নয় লাখ মানুষ বাড়িছাড়া রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া