২০২০ সালে আমিরাতে ৩,১৮৪ জনের ইসলাম গ্রহণ

২০২০ সালে আমিরাতে ৩,১৮৪ জনের ইসলাম গ্রহণ

দুবাইয়ের শেখ জায়েদ গ্রান্ড মসজিদ ।

চলতি ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে মোট তিন হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন। কোভিড-১৯ মহামারীর কারণে জনসমাগমের নিষেধাজ্ঞা থাকায় এদের সবাই অনলাইন মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।

সংবাদ সম্মেলনে হিন্দ মোহাম্মদ লুতাহ বলেন, তাদের প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে ইসলামের সঠিক বাণী প্রচার ও দেশটিতে বাস করা ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রয়াস চালিয়ে যাবে।
মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলাম গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের ইসলাম গ্রহণে সহায়তা এবং তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে আসছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট (www.iacad.gov.ae) বা ফোন নম্বরে (৮০০৬০০) কলের মাধ্যমে তারা ইসলাম গ্রহণের জন্য আবেদন করা যাবে।

সূত্র: দি ইসলামিক ইনফরমেশন, খালিজ টাইমস