কোলকাতার ওয়েব সিরিজে বাঁধন

কোলকাতার ওয়েব সিরিজে বাঁধন

বাঁধন ।ফাইল ছবি

ভারতের সাথে সাথে বাংলাদেশেও নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। এবার ওয়েব সিরিসে প্রথমবারের মত আসছেন অভিনেত্রী বাঁধন। তবে দেশীয় নয়, এই লাক্স তারকাকে প্রথম দেখা যাবে কোলকাতার ওয়েব সিরিজে।

কথাশিল্পী নাজিম উদ্দিনের 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' উপন্যাস থেকে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি। নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব সিরিজে মুশকান জুবেরীর ভূমিকায় দেখা যাবে বাঁধনকে। এটি সিরিজের কেন্দ্রীয় চরিত্র বলে নির্মাতা সৃজিত মুখার্জি বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। বাঁধনের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত।

এ নিয়ে বাঁধন জানিয়েছেন, অভিনয়ে নিজেকে ভেঙে ভিন্নরূপে তুলে ধরার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ওয়েব সিরিজে অভিনয় করার পেছনে একই ভাবনা কাজ করেছে।