পাবনায় আনন্দোৎসব ও করোনা মুক্তির প্রার্থনায় বড়দিন উদযাপন

পাবনায় আনন্দোৎসব ও করোনা মুক্তির প্রার্থনায় বড়দিন উদযাপন

পাবনায় ৩০টি গ্রামের ২১টি উপাসনালয়ে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পাবনায় ধর্মীয় আচার, আনন্দোৎসব ও করোনা থেকে মুক্তির প্রার্থনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন।

দিনটি উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পাবনায় ৩০টি গ্রামের ২১টি উপাসনালয়ে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়।

যিশু খ্রিষ্টকে স্মরণ ও করোনা ভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় দেশ এবং জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কলিট তালুকদার, পাল পুরোহিত দিলিপ এস কস্তা, মি: পঙ্কজ গোস্বামী প্রমুখ। 

দিনটি উদযাপন উপলক্ষ্যে পাবনার সমস্ত গীর্জায় স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে খ্রিস্টযোগ, আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরি, কেক কাটা, পঠা পর্ব, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এদিকে বড়দিন উপলক্ষে সব গীর্জা ও খ্রিস্টান পল্লীগুলোতে পুলিশের বাড়তি নজরদারী ছিল।