খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে খালে ট্রাক, যোগাযোগ বন্ধ

একসাথে দুটি কাঠবোঝাই ট্রাক ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে পড়ে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই দুই ট্রাক খালে পড়ে গেছে। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় একটি মাহিন্দ্রও খালে পড়ে যায়।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯ টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্ত ওজনের কারণে এ সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে খালে পড়ে যায় দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র। এ সময় আটজন আহত হন। 

ব্রিজ ভাঙায় দীঘিনালার লংগদু সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ রয়েছে।