ষষ্ঠ শ্রেণিতে ভর্তি : বয়সের শর্ত হাইকোর্টে স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তি : বয়সের শর্ত হাইকোর্টে স্থগিত

ফাইল ফটো

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানান হাইকোর্ট। 

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।