২০২১ সাল থেকে থাকছে না শ্রেণি রোল : শিক্ষামন্ত্রী

২০২১ সাল থেকে থাকছে না শ্রেণি রোল  : শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

২০২১ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শ্রেণির রোল নম্বর থাকছে না। এর পরিবর্তে সবাইকে একটি করে ইউনিক আইডি নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ  মঙ্গলবার (২৯ ডিসেম্বর)  বই উৎসব নিয়ে আয়োজিত অনলাইনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূরীকরণে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আমাদের শ্রেণিকক্ষে সহযোগিতামূলক আচরণ নষ্ট হয়ে যাচ্ছে রোল নম্বরের কারণে। তাই ২০২১ সাল থেকে শ্রেণিকক্ষে থাকছে না কোন রোল নম্বর।