বিশ্বে করোনার মৃত্যু প্রায় ১৮ লাখ

বিশ্বে করোনার মৃত্যু প্রায় ১৮ লাখ

ফাইল ছবি

সম্প্রতি ব্রিটেনে চিহ্নিত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরণ। আগের করোনার চেয়ে নতুন ধরণের করোনাভাইরাস ৭০ গুণ দ্রুত ভাইরাস ছড়াচ্ছে। ফলে এ বারের করোনা নিয়ে আরও বেশি আতঙ্কিত হয়েছে পুরো বিশ্ব। নতুন রূপের করোনা ইতোমধ্যে যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এ ছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। সুস্থ হয়েছেন ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি দুই লাখ ৪৫ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯২ হাজার ৭১৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।