ফাইজারের টিকা নেয়ার ৬ দিন পর করোনায় আক্রান্ত নার্স

ফাইজারের টিকা নেয়ার ৬ দিন পর করোনায় আক্রান্ত নার্স

ছবি : সংগৃহীত

করোনার ভ্যাকসিন নেয়ার পরও যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের এক নার্সের শরীরে শনাক্ত হয়েছে মারণব্যাধি কোভিড-১৯। 
সান দিয়াগোর ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ডব্লিউ এবিসি নিউজকে জানান, তিনি গত ১৮ ডিসেম্বর ফাইজার কোম্পানির ভ্যাকসিন নেন। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার হাতে ব্যাথা অনুভূত হয়।

এর ছয় দিন পর হাসপাতালের একটি কোভিড-১৯ ইউনিটে কাজ করার পর তার ঠাণ্ডা, পেশীতে ব্যথা ও ক্লান্তি অনুভূত হয়। এরপর করোনার পরীক্ষা করালে তাতে তার পজিটিভ রিপোর্ট আসে।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা: ক্রিস্টিয়ান রামার্স কেজিটিভিকে বলেন, ‘এটি মোটেও অপ্রত্যাশিত নয়। ভ্যাকসিন নেয়ার সাথে সাথে রোগী করোনা থেকে সুরক্ষিত হয়ে যায় না।’

ডা: রামার্স আরো বলেন, আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে জানতে পেরেছি, ভ্যাকসিন দেয়ার পরও ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে ১০ থেকে ১৪ দিন সময় লাগছে।

এমনকি ১০ থেকে ১৪ দিন পরও রোগীর পুরো সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেয়া দরকার হচ্ছে। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে।

সূত্র : এবিসি নিউজ