করোনায় বিশ্বে মৃত্যু ১৮ লাখ ছাড়ালো

করোনায় বিশ্বে মৃত্যু ১৮ লাখ ছাড়ালো

ছবি: সংগৃহীত।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশ করোনার দ্বিতীয় ধাক্কা রোধে লকডাউন ঘোষণা করেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ায় আতঙ্কিত রয়েছে পুরো বিশ্ব।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য মতে গত ২৪ঘন্টায় বিশ্বব্যাপী করোনায় নয় হাজার নয় শ’ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। ফলে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮ লাখ ২৭ হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে আরো চার লাখ ৭০ হাজার লোক। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৩৫৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্তের দ্বিতীয় অবস্থানে আছে ভারত। মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।