পাবনা পৌরসভায় এক মেয়রসহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পাবনা পৌরসভায় এক মেয়রসহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : সংগৃহীত

আগামী ১৬ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচন। জেলা শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ পাবনা পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পরে গত রবিবার যাচাই বাছাই শেষে এক জন (স্বতন্ত্র) মেয়র প্রার্থীসহ নয় জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।বাতিলকৃত মনোনয়নপত্রের মধ্যে রয়েছে মেয়র প্রার্থী মোঃ রকিব উদ্দিনসহ দু’জন সংরক্ষিত মহিলা ও ৬ জন সাধারণ পুরুষ কাউন্সিলর। সূত্র জেলা নির্বাচন অফিস।

বর্তমানে ক্ষমতাসীন দলী আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলী মুর্তজা বিশ্বাস সনি।

দলীয় মনোনয়ন থেকে বি ত হয়ে (সতন্ত্র) মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়তপত্র দাখিল করেছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ শরীফ উদ্দিন প্রধান এবং জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ  রকিব হাসান টিপু। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহম্মদ মাসুম বগা, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে চৌধুরী মোহম্মদ মাহাবুবুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে পাখা প্রতীক নিয়ে আবু বক্কর সিদ্দীক।

১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির পাবনা পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ২০৪ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৪০ জন।আগামী ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।