ফের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

ফের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। ৩ জানুয়ারি (রবিবার) অল্প ভোটের ব্যবধানে প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হন ৮০ বছর বয়সী ন্যান্সি পেলোসি।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন। গভীরভাবে বিভক্ত নতুন কংগ্রেসে ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পান। তার প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি। এএফপি বলছে, এবার সম্ভবত তিনি শেষবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন। বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাজেন্ডা এগিয়ে নিতে ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিবিসি অনলাইন জানায়।