ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়।  ভাস্কর্য ইস্যু নিয়ে যারা  ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সংস্কৃতিমনা বাঙালি কখনো ভাস্কর্য ভাঙচুর করতে পারে না, এটি চিহ্নিত ষড়যন্ত্রকারীদেরই অপপ্রয়াস । 'ভাস্কর্য কেন এটা আমাদের বুঝতে হবে। অনেক মুসলিম নেতাদের ভাস্কর্যও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন ইতিহাস চিনতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে- এজন্য ভাস্কর্য স্থাপন করা হয়। আমি মনে করি, এটা নিয়ে শিগাগিরই ভুল বোঝাবুঝির অবসান হবে। ভাস্কর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার।