অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায়

অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায়

ছবি : প্রতিনিধি

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের  দায়ে ৪ জনের নিকট থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় এবং বালু তোলার পাইপ অপসারণ ও ড্রেজারের কিছু যন্ত্রাংস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৫ জানুয়ারী) পাবনার বেড়া উপজেলা ইউএনও আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি) মাহবুব হাসান যমুনা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নদী থেকে বালু তোলার ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন ভ্রাম্যমান আদালত।

আটককৃত ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে তারা জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী জানিয়েছেন।