পিএসএলের ড্রাফটে মোস্তাফিজ

পিএসএলের ড্রাফটে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান

পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ৬ষ্ঠ আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমান প্লেয়ার্স ড্রাফটে আছেন।  এই আসরে মোস্তাফিজ আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ক্রিস গেইল,ক্রিস লিন রাশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা আছেন। বিদেশি খেলোয়াড়দের এই ক্যাটাগরিতে আছেন মোট ২৫ ক্রিকেটার।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১০ জানুয়ারি লাহোরে হতে যাওয়া ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নেবে পিএসএলের ছয় ফ্র্যাঞ্চাইজি।  এর আগে মোস্তাফিজ পিএসএলের একটি আসর খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে।  কিন্তু এবারের অসরে খেলা হবে কিনা সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কেননা পিএসএল এর এবারের আসর হবে ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু সেই সময় বাংলাদেশ সফরে যাবে নিউজিলান্ডে। বাংলাদেশের পেস এ্যাটাকের এক মাত্রা অস্ত্র মোস্তাফিজকে ছাড়াতো কল্পনা করা যায়না জাতীয় দলের নিউজিলান্ড সফর। তাই জাতীয় দলের ব্যস্ততার কারণে হয়তো পিএসএলে দল পেলও খেলা হবে না কাটার মাস্টারের‌।