১৫ জানুয়ারি মধ্যে এইচএসসির ফল প্রকাশ

১৫ জানুয়ারি মধ্যে এইচএসসির ফল প্রকাশ

ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষা সচিব বলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রীপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহে এই অধ্যাদেশ জারি হয়ে যাবে। মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে প্রেসিডেন্টের অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সেটি বাতিল করা হয়। শিক্ষার্থীদের বিগত দুটি বোর্ড পরীক্ষার (জেএসসি এবং এসএসসি) ফলাফল গড় করে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।