আগুনে পুড়ে ১০ নবজাতক শিশুর মৃত্যু

আগুনে পুড়ে ১০ নবজাতক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।  যার ফলে আগুনে   পুড়ে কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে।  আজ শনিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় আনুমানিক রাত ২টার দিকে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিট  এ আগুন লাগে।

ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।
হাসপাতালের সিভিল সার্জন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, শনিবার ভোরের দিকে হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতক শিশুদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।