টুইটার আমার মুখ বন্ধের যড়যন্ত্র করছে : ট্রাম্প

টুইটার আমার মুখ বন্ধের যড়যন্ত্র করছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছে, রাজনৈতিক শত্রুদের সাথে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে।
ট্ইুটার তার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর শুক্রবার তিনি এ অভিযোগ করেন।
পরে ট্রাম্প তার সরকারি একাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সে সব টুইটে তিনি বলেন, ট্ইুটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরো এগিয়েছে এবং আজ রাতে ডেমোক্রেট ও র‌্যাডিকেল বামদের সাথে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয়।
তবে এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে।
এদিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।
ট্রাম্প একইসঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফরমের মাধ্যমে তার ফলোয়ারদের সাথে মিলিত হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সাথে আলোচনা করছি। শিগগীরই বড় ধরণের ঘোষণা আসবে।
তিনি আরো বলেন, ‘আমরা চুপ থাকবো না।’ বাসস