ইবিতে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু

ইবিতে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু

ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম।

স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

শনিবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত থাকা চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম হল পরিদর্শন করেন। এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম তাঁর ছিলেন।

জানা যায়, বিভাগটির স্নাতক চতুর্থ বর্ষের ৬টি কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার পর করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে অবশিষ্ট ৩টি পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষায় বিভাগের ৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন বিভাগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর পরীক্ষা নেওয়া হবে।