পাবনায় হিজড়া ও এমএসডাব্লিউদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পাবনায় হিজড়া ও এমএসডাব্লিউদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ছবি : প্রতিনিধি

পাবনা শহরের হিজড়া এবং এম এস ডাব্লিউদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি ) লাইট হাউস পাবনা সাব ডিআইসি কার্যালয়ে করোনা মহামারীর প্রভাব মোবাবেলা কার্যক্রমের আওতায় আইসিডিডিআরবি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় (২য় পর্যায়ে) ১৪১০ জন হিজড়া ও এম এস ডব্লিউকে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসাবে পাবনা শহরের ৪৫ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া ও এম এস ডব্লিউ এর মাঝে খাদ্য ১২ কেজি করে চাল, ৩ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি  লবন, ২ কেজি পিয়াজ বিতরণ হয়।

পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী ও লাইট হাউস পাবনা সাব ডিআইসি ইনচার্জ মোঃ আরিফুর রহমান এবং মেডিকেল অ্যাসিসটেন্ট শেখ আবু নাঈম অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী হিজড়া ও এম এস ডাব্লিউদের হাতে তুলে দেন।