সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার শ্রিবিজয়া এয়ারের জাভা সাগরে বিধ্বস্ত বিমানটির একটি ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ডুবুরিরা ব্ল্যাক্সবক্সটি জাকার্তার উত্তরে লাকি দ্বীপের কাছ থেকে উদ্ধার করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।উদ্ধারের রেকর্ডিং এ ডিভাইসটি জাকার্তা বন্দরে নিয়ে আসা হয়েছে।

এদিকে গভীর সাগরতলে উদ্ধারকাজের জন্য নৌ ড্রোন (আনম্যানড আন্ডারসি ভেইকল) ব্যবহার করছে উদ্ধার তৎপরতায় নিয়োজিত কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল ইউদো মারগনো জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ সাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে উদ্ধারকাজ সহজ হচ্ছে না।

এর আগে শনিবার জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে শ্রিবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমানতান প্রদেশের পনতিয়াক অভিমুখে যাত্রা করে। ভারী বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে স্থানীয় সময় দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের চার মিনিট পরপরই বিমানটির যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানবন্দরের ২০ কিলোমিটার উত্তরে লাকি দ্বীপের কাছে জাভা সাগরে বিমানটির সন্ধান পাওয়া যায়।১২ জন ক্রুসহ বিমানটিতে মোট ৬২ জন আরোহী ছিলেন। তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।

সূত্র : রয়টার্স, রিপাবলিকা