খোকন-তাপসের মতপার্থক্য নিরসন হবে: তাজুল

খোকন-তাপসের মতপার্থক্য নিরসন হবে: তাজুল

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

‌'সাঈদ খোকন পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব পালনকালীন বা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে উনাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে। আমার মনে হয়, সেটা সময়ের ব্যবধানে নিরসন হবে।'

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে সমস্ত মামলা-মোকদ্দমার কথা বলা হচ্ছে, আজকে আমি যেটুকু জানলাম, মামলা হোক এটা তাপস চাননি এবং তিনি মামলাগুলো প্রত্যাহারের কথা বলেছেন। আমার মনে হয় না এটা খুব বড় একটা কনসার্ন ইস্যু।

সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ নিয়ে বর্তমান ও সাবেক মেয়রের মধ্যে মতপার্থক্য প্রকাশ্য রূপ নেয়। বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলারও আবেদন করা হয়েছে।

তিনি বলেন, দল বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এরকম মতপার্থক্য তো সবার মধ্যে হতেই পারে। দুজন মানুষের মধ্যে মতপার্থক্য হতেই পারে। এটি অস্বাভাবিক কিছু না।