পৌর নির্বাচন: রূপগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

পৌর নির্বাচন: রূপগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সংঘর্ষে গাড়ি ভাংচুর এবং মোটরসাইকেল পিকাপ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত পৌরসভার নোয়াপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুড়িয়ে দেয়া হয়েছে একটি পিকআপ ভ্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী রুহুল ফরাজী একটি পথসভা করছিলেন। পথসভা চলাকালে আরেক কাউন্সিলর প্রার্থী আনোয়ার মিছিল নিয়ে যাচ্ছিলেন পাশ দিয়ে। হঠাৎ করেই এক পক্ষ অপর পক্ষে ঢিল ছোড়া শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় চেয়ার, প্রাইভেটকার ভাংচুর এবং একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাহিদ মাসুম বাপ্পী বলেন, দুই পক্ষে ইট ছোড়ার মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত তা জানাতে পারছি না। থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।