অন্তরের চিকিৎসার জন্য রায়পুর উপজেলা টিমের ৩৬৫০০ টাকা সংগ্রহ

অন্তরের চিকিৎসার জন্য রায়পুর উপজেলা টিমের ৩৬৫০০ টাকা সংগ্রহ

ছবি : প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রায়পুরস্থ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম সংগ্রহ করেছে ৩৬৫০০ টাকা। কয়েক সপ্তাহ মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় সময় দিয়ে এ টাকা সংগ্রহ করা হয়। রায়পুরস্থ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, 'করোনা কালীন আমরা প্রথমে টিম মেম্বাররা একসাথে বসে সিদ্ধান্ত নেই অন্তরের জন্য কি করা যায়। এরপর আমরা সবাই সচেতনতা অবলম্বন করে প্রথমে প্রভাবশালী লোকদের কাছে যাই।

অনেকেই আমদের ভালো এমাউন্ট দিয়ে সাহায্য করছে,অনেকে আবার ইগনোর করছে। তারপর আমরা ভাবলাম আমরা তো সব লেভেলের মানুষের কাছেই যেতে পারি।কারন ছোট থেকে বৃহৎ জিনিসের তৈরি হয়।।আলহামদুলিল্লাহ সবার ভালো রেসপন্স পাচ্ছি।' দীর্ঘদিন যাবত কিডনি সমস্যায় ভুগতে থাকা অন্তর সাহা। বর্তমান দুটো কিডনি ড্যামেজ। টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। সুস্থ ভাবে বাঁচতে হলে খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আর এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা।

নিজ নিজ অবস্থান থেকে সকলের একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ। আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ- 01622676868, 01733875846 নগদ- 01622676868, 01733875846 রকেট- 016226768681, 017338758465 জনতা ব্যাংক একাউন্ট নাম্বার- 100002277257 (মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী)