ফরাসি সুপার কাপ জিতলো পিএসজি

ফরাসি সুপার কাপ জিতলো পিএসজি

ছবি : সংগৃহীত

ইকার্দি-নেইমার নৈপূণ্যে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোমাঞ্চকর ফাইনালে ২-১ গোলে মার্সেইকে হারিয়েছে পচেত্তিনো শিবির। সুপার কাপে পিএসজির এটি টানা অষ্টম শিরোপা। সব মিলিয়ে দশম। কোচিং ক্যারিয়ারেই প্রথম শিরোপার স্বাদ পেলেন আর্জেন্টিনার পচেত্তিনো।

৩৯ মিনিটে লিড নেয় পিএসজি। গোলটি করেন ইকার্দি। ডি মারিয়ার ক্রসে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল পাননি ইকার্দি। তার জোরালো শট ফিরে আসে ক্রসবারে নিচের দিকে লেগে।

৬৫ মিনিটে ডি মারিয়া ও লেইভিন কুরজাওয়াকে উঠিয়ে নেইমার ও প্রেসনেল কিম্পেম্বেকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর এই প্রথম মাঠে নামেন নেইমার। গোলও পেয়ে যান। সেটা অবশ্য পেনাল্টিতে।

৮৫ মিনিটে মার্সেই গোলরক্ষক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের সফল স্পট কিকে স্কোর লাইন দাঁড়ায় ২-০তে।শেষের দিকে চমক দেখায় মার্সেই। ৮৯ মিনিটে দলটির হয়ে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন দিমিত্রি পায়েত। বাকি সময়টা অবশ্য পিএসজি আর অঘটন ঘটতে দেয়নি। দারুণ জয়ে শিরোপার আনন্দে মাতে নেইমাররা।