কোভিড-১৯: মৃতের ছাড়াল ২০ লাখ

কোভিড-১৯: মৃতের ছাড়াল ২০ লাখ

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ফের বিপর্যস্ত বিশ্ব। যুক্তরাজ্য থেকে চিহ্নিত করোনাভাইরাসের নতুন ধরন ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় চলছে কড়া লকডাউন। ধারণা করা হচ্ছে নতুন এই ধরণের করোনা আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুত ছড়ায়। 

ইতোমধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৩৫ লাখ।

করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ২ হাজার ৩৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৫৬৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনের। 

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৫৪ জন।   

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ২৬ হাজার ১১৫ জন। মৃত্যুবরণ করেছে ২ লাখ ৭ হাজার ১৬০ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।