ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে মামুজু। ছবি: আলজাজিরা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। খবর আল জাজিরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সুলাওসি দ্বীপে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.২। কম্পনের উৎসস্থল ম্যাজিন শহরের উত্তর-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এই কম্পনের ২৪ ঘণ্টা আগেও ওই দ্বীপে ৫.৯ মাত্রায় কম্পন অনুভূত হয়েছিল। ফলে মনে করা হচ্ছে, এটা ভূকম্প পরবর্তী কম্পন। সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

এর অভিঘাতে মারা গেছেন ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা বেড়ে ৩৪ জনে হয়েছে। আহতের সংখ্যা ৬০০ জন ছাড়িছে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, বহু বাড়ি ভেঙে পড়েছে। মাজুমু শহরে একটি হাসপতাল ভেঙে পড়ার খবর মিলেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে বহু রোগী এবং কর্মী চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। তাঁদের উদ্ধারে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে।

প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মামুজু এবং ম্যাজিন শহর। এর মধ্যে মামুজুতে ২৬ জন এবং ম্যাজিনে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে প্রবল কম্পনে কেঁপে ওঠে সুলাওসি দ্বীপ। প্রায় ৭ সেকেন্ড কম্পন স্থায়ী হয়েছিল। আতঙ্কে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ভেঙে পড়ে বাড়ি, অফিস। প্রশাসন সূত্রে খবর, কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত সঠিক হিসাব পাওয়া যায়নি।