ভারত উপহার হিসেবে কিছু টিকা দেবে বাংলাদেশকে : স্বাস্থ্যমন্ত্রী

ভারত উপহার হিসেবে কিছু টিকা দেবে বাংলাদেশকে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫-২৬ জানুয়ারিতে বাংলাদেশে আসবে। তিনি বলেন ‘ভারত কিছু টিকা উপহার দেবে, তবে কোন কোম্পানির (টিকা) দেবে তা জানি না। গ্লোব বায়োটেককেও সহায়তা করা হবে যতটুকু তারা চায়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে করোনাভাইরাসের টিকা সম্পর্কে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫-২৬ জানুয়ারিতে বাংলাদেশে আসবে। ভারত সরকার আমাদের কিছু টিকা উপহারস্বরূপ দেবে। সেটিও আমরা আশা করছি যে কোনো সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে, যেমন– রাশিয়া, সানোফি, মডার্না, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।’ তাদের কাছ থেকে টিকা আসবে।

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সরকারি টিকা দেয়া হবে বিনামূল্যে। কিন্তু বেসরকারি টিকার দাম নির্ধারণ করে দেয়া হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ টিকা কিনবে চার ডলারে। বেক্সিমকোকে প্রতি ডোজে এক ডলার করে দেয়া হবে। ভারত সরকার যে দামে টিকা কেনার কথা ছিল, বাংলাদেশকেও একই দামে টিকা দেবে। তবে বাংলাদেশ যে দামে টিকা কিনছে, ভারত তার চেয়ে বেশি দামে কিনলেও বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিতে হবে না।’