শেষ দিনে ভারতের টার্গেট ৩২৪

শেষ দিনে ভারতের টার্গেট ৩২৪

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথমবারের মত ৫ উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ।

সিডনির মতোই অবস্থা ব্রিসবেনে। ভারতকে ৩২৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ৪ চতুর্থ দিনে ২৩.১ ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায় খেলা। এদিন ভারতের সংগ্রেহে এসেছে ৪ রান। হতে রয়েছে ১০ টি উইকেট।

এর আগে সিডনি টেস্টেও ভারতকে ৪০৭ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। অশ্বিন আর হনুমার বীরত্বগাথা ব্যাটিংয়ে সে টেস্টে জিততে না পারলেও ড্র করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত করেছিল ৫ উইকেটে ৩৩৪ রান।

এবার ব্রিসবেনে সেই ভারতকে জয়ের জন্য ৩২৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩৬৯ রান। জবাবে ভারত করে ৩৩৬ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৪ রানে গুটিয়ে দেয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন স্টিভেন স্মিথ। রান খরায় থাকা ওয়ার্নার অল্পের জন্য পাননি ফিফটির দেখা। ৪৮ রান করে তিনি আউট হন ওয়াশিংটনের বলে। ওপেনার হ্যারিস করেন ৩৮ রান।

বল হাতে ভারতের হয়ে দুর্দান্ত করেন মোহাম্মদ সিরাজ। সিডনিতে অভিষেক হওয়া সিরাজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের এক ইনিংসে প্রথমবারের মতো তুলে নিয়েছেন পাঁচ উইকেট। শার্দুল ঠাকুর নেন চার উইকেট। বাকি উইকেট গেছে সুন্দরের দখলে।