নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় করায় জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় করায় জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় এবং মজুদ করায় ৩ দোকান মালিককে জরিমানা এবং বিড়ি জব্দ করে ভ্রাম্যমান আদলত।

বুধবার (২০ জানুয়ারি) উপজেলার কৃষ্ণেরচর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে তিন দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও মজুদ এবং ভোক্তা অধিকার লংঘন, নিরাপদ খাদ্য আইন এবং পরিবেশ নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ। অভিযানে নকল ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে বিপুল সংখ্যক বিড়ির প্যাকেট, পরিবেশ নষ্টকারী পলিথিন, মেয়াদোত্তীর্ণ বিস্কিট, আচারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

এসময় কৃষ্ণেরচর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত ৫০,০০০ শলাকা বিড়ি (জনি বিড়ি, তারা বিড়ি) জব্দ করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে। এবং তা অব্যাহত থাকবে।